রিপোর্টার্স২৪ ডেস্ক: নবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে নতুন সংযোজন হলো দেশের করপোরেট ও ক্রীড়া অঙ্গনের পরিচিত মুখ রুবাবা দৌলা। সোমবার (৩ নভেম্বর ) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চিঠি দিয়ে তাকে কাউন্সিলর হিসেবে মনোনীত করেছে। এ ঘটনার মাধ্যমে ২৫ সদস্যের বিসিবি পরিচালনা পর্ষদ পূর্ণতা পেল।
এর আগে ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবির নির্বাচনের পর এনএসসি দুজন কাউন্সিলর মনোনীত করেছিল। এর মধ্যে একজন ছিলেন ব্যবসায়ী ইসফাক আহসান, যিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে প্রার্থিতা নিয়ে সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। পরে এনএসসি জানিয়েছে, ইসফাক আহসান পদত্যাগ করেছেন এবং তার জায়গায় আসছেন রুবাবা দৌলা যা আজ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো।
রুবাবা দৌলা বর্তমানে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল-এর বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেল-এর শীর্ষ পদে কাজ করেছেন। এই পদে তিনি দেশের করপোরেট যোগাযোগ ও ব্র্যান্ড উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তবে রুবাবার পরিচয় শুধু করপোরেট অঙ্গনে সীমাবদ্ধ নয়। তিনি ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশ স্পেশাল অলিম্পিকস-এর বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন। গ্রামীণফোনের বিপণন কর্মকর্তা হিসেবে কাজ করার সময়ই তিনি দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ পরিচিতি পান। কারণ সেই সময় গ্রামীণফোন ছিল জাতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর (২০০৩-২০১১)।
এছাড়াও, ২০০৭ সালে বিসিবির সঙ্গে যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি গড়ে তোলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এনএসসির চিঠি অনুযায়ী, রুবাবা দৌলার পাশাপাশি অন্য কাউন্সিলর হিসেবে থাকছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। আজ সোমবার বিসিবি পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে, যেখানে রুবাবা দৌলা প্রথমবারের মতো উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম