| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাড়ল নারী ক্রিকেটারদের বেতন-ভাতা

  • আপডেট টাইম: 04-11-2025 ইং
  • 41843 বার পঠিত
বাড়ল নারী ক্রিকেটারদের বেতন-ভাতা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ নারী ক্রিকেটারদের বেতন ও ভাতা বাড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে চুক্তিভুক্ত নারী ক্রিকেটারদের গড় বেতন প্রায় ৩৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুধু বেতন নয়, নিগার সুলতানা জ্যোতিদের দৈনিক ভাতা এবং সফরের সময়কার ভাতাও বাড়ানো হয়েছে।

নতুন বেতন কাঠামো অনুযায়ী, নারী ক্রিকেটারদের সর্বোচ্চ মাসিক বেতন ১ লাখ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করা হয়েছে।‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা এই বেতন পাবেন, যার মধ্যে আছেন নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও শারমিন আক্তার সুপ্তা।

‘বি’ ক্যাটাগরির বেতন ১ লাখ থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৩৫ হাজার টাকা। ‘সি’ ক্যাটাগরিতে স্বর্ণা আক্তারদের বেতন ৭০ হাজার থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা এবং ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ৬০ হাজার থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

দলের অধিনায়ক মাসিক ৩০ হাজার টাকা এবং সহ-অধিনায়ক ২০ হাজার টাকা করে অতিরিক্ত ভাতা পাবেন। চুক্তিতে না থেকেও যারা জাতীয় দলে খেলবেন, তারা মাসে ৬০ হাজার টাকা করে বেতন পাবেন।

বেতনের পাশাপাশি ম্যাচ এবং সফরের সময়ের ভাতাও বৃদ্ধি পেয়েছে। ম্যাচ চলাকালীন দৈনিক ভাতা ৫০ ডলার থেকে বাড়িয়ে ৭৫ ডলার এবং ট্যুর ফি ২৫ ডলার থেকে ৫০ ডলারে উন্নীত করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪