| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হন্ডুরাসকে উড়িয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ব্রাজিলের দুর্দান্ত সূচনা

  • আপডেট টাইম: 05-11-2025 ইং
  • 39841 বার পঠিত
হন্ডুরাসকে উড়িয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ব্রাজিলের দুর্দান্ত সূচনা

রিপোর্টার্স২৪ ডেস্ক : অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মঞ্চে হন্ডুরাসকে নিয়ে যেন গোলরঙে ফুটবল উৎসব করল ব্রাজিল। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে রেখে প্রতিপক্ষের জালে ৭-০ গোল ঢুকিয়ে দিল তরুণ সেলেকাওরা। নেইমারের পরবর্তী প্রজন্ম হিসেবে বিবেচিত এসব ফুটবলার দেখালেন দানবীয় পারফরম্যান্স, আর সেই আনন্দে বুঁদ পুরো ব্রাজিল সমর্থকরা।

অসাধারণ এই জয়ের মাধ্যমে তিন পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ ‘এইচ’-এ শীর্ষে উঠেছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। আগামী শুক্রবার (৭ নভেম্বর) একই ভেন্যু অ্যাসপায়ার জোনে ব্রাজিলের স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা।

এই ম্যাচে নজর কাড়েন ব্রাজিলের ফরোয়ার্ড রুয়ান পাবলো। মাঠ ছাড়ার পর আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি বলেন, এভাবে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা আমাদের জন্য ছিল খুবই জরুরি। এতে পুরো দলের আত্মবিশ্বাস বেড়েছে। সতীর্থরা আমাকে যেমন সহায়তা করেছে, তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। নিজের প্রথম গোল করতে পেরে দারুণ লাগছে।

দলের লক্ষ্য সম্পর্কে নিজের দৃঢ়তা জানাতে গিয়ে তিনি আরও বলেন, আমাদের টার্গেট স্পষ্ট—ট্রফি জয় করা। আমরা একে–অপরকে পরিবার মনে করি, সবাই ঐক্যবদ্ধ। আমরা বিশ্বাস করি চ্যাম্পিয়ন হবো। তবে এখন মনোযোগ ইন্দোনেশিয়া ম্যাচে, আরেকটি জয় নিশ্চিত করতে চাই।

প্রথম ম্যাচেই এমন আধিপত্য, গোলের বন্যা আর দলের মাঝে দুর্দান্ত সমন্বয় দেখে ইতোমধ্যেই ব্রাজিল সমর্থকরা আশা বুনতে শুরু করেছে—সম্ভবত এই প্রজন্মই ফিরিয়ে আনতে পারে ব্রাজিলের হারানো বিশ্বমঞ্চের রাজত্ব। ফুটবলপ্রেমীরা তাই এখন অধীর আগ্রহে তাকিয়ে আছে সেলেকাও কিশোরদের পরবর্তী ম্যাচের দিকে—গোল উৎসব কি তবে অব্যাহত থাকবে?


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪