| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিদায়ী সালাউদ্দিনকে নিয়ে মুখ খুললেন আশরাফুল

  • আপডেট টাইম: 06-11-2025 ইং
  • 38144 বার পঠিত
বিদায়ী সালাউদ্দিনকে নিয়ে মুখ খুললেন আশরাফুল
ছবির ক্যাপশন: বিদায়ী সালাউদ্দিনকে নিয়ে মুখ খুললেন আশরাফুল

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। আসন্ন আয়ারল্যান্ড সিরিজ দিয়েই শুরু হবে তার নতুন যাত্রা। তবে একই সময়ে বিদায় নিচ্ছেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তাই দুজনের একসঙ্গে কাজ করার সুযোগটি খুব দীর্ঘ হচ্ছে না।

যদিও খেলোয়াড়ি জীবনে সালাউদ্দিনের অধীনে অনেক সময়ই কাটিয়েছেন আশরাফুল। সেই স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, তাদের সম্পর্ক নিয়ে কোনো বিভ্রান্তির জায়গা নেই। আশরাফুল বলেন,

সবার সঙ্গেই আমার ভালো সম্পর্ক। আমি সম্পর্ক নষ্ট করার মানুষ নই। সালাউদ্দিন ভাইয়ের সঙ্গেও সম্পর্ক সবসময় ভালো ছিল। আমি যখন অধিনায়ক ছিলাম, তখনও উনি দলের সঙ্গে কাজ করেছেন। তাই যারা ভিন্ন কিছু ভাবছেন, তারা ভুল করছেন। নতুন দায়িত্ব পেয়ে দারুণ উচ্ছ্বসিত আশরাফুল। 

তিনি বলেন, ক্রিকেট ছাড়ার পর থেকেই মাঠে থাকতে চেয়েছি। কোচিংয়ে আসার মূল উদ্দেশ্যই ছিল বাংলাদেশের ক্রিকেটে অবদান রাখা। আবারও জাতীয় দলের ড্রেসিংরুমে ফিরে আসাটা আমার জন্য এক অন্যরকম অনুভূতি। এখানে আমার অনেক স্মৃতি, অনেক শিক্ষা এবার সেগুলো ভাগাভাগি করতে চাই তরুণ ক্রিকেটারদের সঙ্গে।”

আশরাফুল জানান, ব্যাটিং কোচ হিসেবে তিনি শুধু কৌশল নয়, মানসিক দিকেও গুরুত্ব দিতে চান। কীভাবে সফল হয়েছি বা কোথায় ব্যর্থ হয়েছি, সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করব। ক্রিকেটে সাফল্যের মূল রহস্য মানসিক দৃঢ়তা। যদি মানসিকভাবে শক্ত হওয়া যায়, পারফরম্যান্সও উন্নতি পায়,বলেন সাবেক অধিনায়ক।

বাংলাদেশ ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনায়—একদিকে সালাউদ্দিনের বিদায়, অন্যদিকে আশরাফুলের প্রত্যাবর্তন— দুই প্রজন্মের এই পালাবদল যেন বয়ে আনছে এক নতুন গল্পের শুরু।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪