| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রুবেলের কটাক্ষের জবাব দিলেন আশরাফুল

  • আপডেট টাইম: 06-11-2025 ইং
  • 37349 বার পঠিত
রুবেলের কটাক্ষের জবাব দিলেন আশরাফুল

রিপোর্টার্স২৪ ডেস্ক:বাংলাদেশ দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজে তার কোচিং অভিষেক হবে। তবে এই নিয়োগ ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা-সমালোচনা, যার সূত্রপাত পেসার রুবেল হোসেনের একটি পোস্টে।

আশরাফুলের নিয়োগের পর নিজের ফেসবুকে রুবেল লেখেন, ‘দায়মুক্ত হলো ক্রিকেট বোর্ড।’ এরপর আরেক পোস্টে তিনি কটাক্ষ করে লিখেছিলেন, ‘যে মাঠ একসময় বিশ্বাস হারিয়েছে, সেই মাঠেই এখন শিক্ষা দিতে আসা! জীবনটা সত্যিই সিনেমা।’রুবেলের এমন মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই তার পোস্টকে অশোভন বলে মন্তব্য করেন। তবে এই বিষয়ে আশরাফুল কোনো পাল্টা মন্তব্য না করে বরং দেখিয়েছেন পরিপক্বতা ও ইতিবাচকতা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিসিবিতে সাংবাদিকদের প্রশ্নে তিনি শান্তভাবে বলেন, 'যার যার ব্যক্তিগত মতামত দিতেই পারে, এতে আমার কিছু বলার নেই। রুবেল আমার অধীনে খেলেছে, মানুষ হিসেবেও ভালো। আমি এসব নিয়ে চিন্তিত নই।'

চাপ ও সমালোচনা নিয়ে তিনি আরও বলেন, 'আমি ১৩ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি। জীবনে অনেক কঠিন সময় পার করেছি, সেখান থেকেও ফিরে এসেছি। আমি সব সময় নিজের কাজটা সততার সঙ্গে করার চেষ্টা করি, এবারও তাই করব।'

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪