রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ভলভার্টকে (১০১) আউট করতে যে গুরুত্বপূর্ণ ক্যাচটি নিয়েছিলেন অমনজোত কৌর, সেটিই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ভারতীয় নারী ক্রিকেটারদের চোখে সেটি কেবল একটি ক্যাচ নয়, বরং বিশ্বজয়ের সূচনা। ম্যাচ শেষে কান্নাজড়িত কণ্ঠে অমনজোত বলেছিলেন, ‘ওই ক্যাচটা জীবনের সবচেয়ে বড় মুহূর্ত ছিল।’
বিশ্বকাপ জয়ের আনন্দে এখনো উচ্ছ্বসিত পুরো ভারত।
এই সাফল্যের পর বুধবার দিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ভারতীয় নারী ক্রিকেট দলের সঙ্গে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদি। খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘টুর্নামেন্টের শুরুতে তিন ম্যাচে হারের পরও দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা দেশের মেয়েদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।’
তিনি দলের ঐক্য, সাহস ও মানসিক দৃঢ়তারও প্রশংসা করেন, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখেও যেভাবে খেলোয়াড়রা স্থির থেকেছেন।
ফাইনালের স্মরণীয় মুহূর্ত নিয়েও কথা হয় অমনজোত ও প্রধানমন্ত্রীর মধ্যে। সাক্ষাৎ শেষে সংবাদসংস্থা এএনআই–কে অমনজোত বলেন,
‘প্রধানমন্ত্রী আমার ক্যাচ নিয়ে মজা করছিলেন। বললেন-“সূর্য ভাইয়া (সূর্যকুমার যাদব) একটা ক্যাচ ধরেছিল, আমি একটা ধরলাম, আর দুটো বিশ্বকাপ ঘরে ফিরল!”-আমরা সবাই হেসে ফেলেছিলাম।’
উল্লেখ্য, পুরুষ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে সূর্যকুমার যাদবের অবিশ্বাস্য ক্যাচ ভাইরাল হয়েছিল। নারী বিশ্বকাপের ফাইনালেও অমনজোতের দুর্দান্ত প্রচেষ্টায় লরা ভলভার্টের উইকেট পড়ে, যা দক্ষিণ আফ্রিকার রানের গতি থামিয়ে দেয়। শেষ পর্যন্ত ভারত জেতে ৫২ রানে।
বিশ্বকাপ শেষে নিজ শহর চণ্ডীগড়ে ফেরেন অমনজোত কৌর। বিমানবন্দরে হাজারো সমর্থকের ভালোবাসায় আপ্লুত হয়ে তিনি বলেন,
‘পুরো পাঞ্জাব আমাকে স্বাগত জানাতে এসেছে। এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে! পরিবার পাশে না থাকলে এতদূর আসা সম্ভব নয়।’
রিপোর্টার্স২৪/আয়েশা