| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় আর্জেন্টিনা-ব্রাজিলের তরুণদের সঙ্গে খেলবে বাংলাদেশ, আসবেন বিশ্বকাপজয়ী কাফুও

  • আপডেট টাইম: 07-11-2025 ইং
  • 29116 বার পঠিত
ঢাকায় আর্জেন্টিনা-ব্রাজিলের তরুণদের সঙ্গে খেলবে বাংলাদেশ, আসবেন বিশ্বকাপজয়ী কাফুও

রিপোর্টার্স২৪ ডেস্ক:ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের বাছাইকৃত তরুণ দলের সঙ্গে খেলবে বাংলাদেশ। এই উপলক্ষে আগামী ১১ ডিসেম্বর ঢাকায় আসবেন ব্রাজিলের ফিফা বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু। 

তিনজাতি প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে  এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড।আমন্ত্রণমূলক প্রতিযোগিতা মাঠে গড়াবে ৫ ডিসেম্বর। প্রথম দিনে ব্রাজিল ও বাংলাদেশ খেলবে। ৮ তারিখে স্বাগতিকদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। এবং ১১ তারিখ শেষ খেলায় মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। 

এই ম্যাচ খেলতে ২ ডিসেম্বর ঢাকায় আসবে ব্রাজিল। একদিন পর আসার কথা আর্জেন্টিনার। এই আয়োজনের সার্বিক বিষয়ে অবহিত করতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুক্রবার (৭ নভেম্বর) বিকালে সংবাদ সম্মেলন করে এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড। 

সেখানে জানানো হয়, আর্জেন্টিনার প্রতিনিধিত্বকারী ক্লাব আতলেটিকো শারলন এবং ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের অধীনে বাছাইকৃত তরুণ দল নিয়ে বাংলাদেশে আসবে। 

আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান জানান, দুটি দলই হবে ওই দুই দেশের অনূর্ধ্ব-২০ পর্যায়ের তরুণ ফুটবলার নিয়ে বাছাইকৃতদের নিয়ে। সেখানে দু-একজন সর্বশেষ যুব ফিফা বিশ্বকাপ খেলা ফুটবলাররাও থাকার সম্ভাবনা রয়েছে। 

বাংলাদেশের দলটি কেমন হবে? বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফ) নির্বাহী কমিটির সদস্য কামরুল ইসলাম হিলটন ফেডারেশনের পক্ষ থেকে বলেছেন, আমাদের দলটা হবে অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-২৩ দল থেকে বাছাইকরা। 

এ ধরনের আয়োজনে বাংলাদেশের ফুটবলে উন্নতি হবে বলে বিশ্বাস আসাদুজ্জামানের। বলেন, ব্রাজিল ও আর্জেন্টিনার দল আসলে বিশ্ব মিডিয়া বাংলাদেশের ফুটবলে দৃষ্টি দেবেন। আমি বিশ্বাস করি এই খেলার পর বিশ্ব স্পোর্টস বিনিয়োগকারীরা এগিয়ে আসবেন।

প্রথমবারের মতো বাংলাদেশে পা রাখতে চলেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ৫৫ বছর বয়সী ডিফেন্ডার কাফু। বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করে কাফুর পাঠানো ভিডিও বার্তা বড় পর্দায় দেখানো হয় সংবাদ সম্মেলনে। 

বাংলাদেশে এই আয়োজন সামনে রেখে আরও চমক রেখেছে আয়োজক প্রতিষ্ঠান। জানানো হয়, আর্জেন্টাইন কিংবদন্তি বাতিস্তুতা, ভেরন এবং ক্যানেজিয়ার মধ্যে একজনকে আনা হতে পারে। 

বক্সিংয়ের কর্মকর্তা হয়েও ফুটবলের এমন উদ্যোগ নেওয়ার কারণ সম্পর্কে আসাদুজ্জামান বলেন, মানুষ পরিচিতি চায়। সেটা ভেবেই আমি এটা করছি। ঢাকার মাটিতে আর্জেন্টিনা-ব্রাজিলের দল আসছে সেটা যে স্তরেই হোক। এতে মানুষ আমাকে মনে রাখবে। 

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪