| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

  • আপডেট টাইম: 08-11-2025 ইং
  • 28324 বার পঠিত
ঢাকায় মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলা ব্রাজিলের কিংবদন্তি রাইট-ব্যাক কাফু আসছেন ঢাকায়। সবকিছু ঠিক থাকলে ব্রাজিলের হয়ে দুইবার (১৯৯৪ ও ২০০২) বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু আগামী ১১ ডিসেম্বর দুদিনের সফরে বাংলাদেশে পৌঁছাবেন।

ব্রাজিলের রোনালদিনহো ও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের পর এটি হতে যাচ্ছে ঢাকায় কোনো লাতিন কিংবদন্তির তৃতীয় আগমন।

৫ থেকে ১১ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘লাতিন-বাংলা সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট’। এএফবি প্রোমোশনের আয়োজনে অংশ নেবে তিন দল-আর্জেন্টিনা, ব্রাজিল ও বাংলাদেশ।

বৃহস্পতিবার রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এএফ বক্সিং অ্যারেনার চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান।

তিন দেশের অনূর্ধ্ব–২০ বা অনূর্ধ্ব–২৩ পর্যায়ের তরুণ ফুটবলারদের নিয়ে এই আমন্ত্রণমূলক টুর্নামেন্টের সূচনা হবে ৫ ডিসেম্বর।

প্রথমদিনে বাংলাদেশের নির্বাচিত দল মুখোমুখি হবে ব্রাজিলের বিপক্ষে, ৮ ডিসেম্বর খেলবে আর্জেন্টিনার সঙ্গে, আর ১১ ডিসেম্বর ফাইনাল ম্যাচে মাঠে নামবে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।

ব্রাজিল দল ঢাকায় পৌঁছাবে ২ ডিসেম্বর, আর্জেন্টিনা দল ৩ ডিসেম্বর। আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করবে ক্লাব আতলেতিকো শারলন, আর ব্রাজিলের প্রতিনিধিত্ব করবে সাও বার্নার্দেও ক্লাবের তরুণ ফুটবলাররা।

আসাদুজ্জামান বলেন, “দুই দেশের অনূর্ধ্ব–২০ পর্যায়ের তরুণ ফুটবলাররা খেলবে। দু-একজন সবশেষ যুব ফিফা বিশ্বকাপে খেলা খেলোয়াড়ও থাকতে পারেন।”

বাফুফে কর্মকর্তা কামরুল ইসলাম জানান, “বাংলাদেশ দল গঠিত হবে অনূর্ধ্ব–১৭, অনূর্ধ্ব–২০ ও অনূর্ধ্ব–২৩ পর্যায়ের খেলোয়াড়দের মধ্যে থেকে।”

সংবাদ সম্মেলনে কাফুর পাঠানো ভিডিওবার্তা বড় পর্দায় প্রদর্শন করা হয়। সেখানে তিনি বলেন, “আমি কাফু, আসছি বাংলাদেশে। সবাইকে আমন্ত্রণ।”

বাংলাদেশে এ আয়োজন সামনে রেখে চমক রেখেছে আয়োজক প্রতিষ্ঠান। এ আয়োজনকে ঘিরে আয়োজকরা জানায়, আরও এক আর্জেন্টাইন কিংবদন্তিকে ঢাকায় আনার পরিকল্পনা রয়েছে-তিনি হতে পারেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা কিংবা ক্লদিও ক্যানিজিয়া।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪