| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেসির বিশ্বরেকর্ডের রাতে ইতিহাস গড়ে সেমিফাইনালে ইন্টার মিয়ামি

  • আপডেট টাইম: 09-11-2025 ইং
  • 26374 বার পঠিত
মেসির বিশ্বরেকর্ডের রাতে ইতিহাস গড়ে সেমিফাইনালে ইন্টার মিয়ামি

রিপোর্টার্স২৪ ডেস্ক : লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে এমএলএস প্লে-অফের সেমিফাইনালে উঠেছে ইন্টার মিয়ামি। শনিবার (৮ নভেম্বর) রাতে ইস্টার্ন কনফারেন্সের প্রথম রাউন্ডের তৃতীয় ও শেষ ম্যাচে ন্যাশভিল এসসিকে ৪-০ গোলে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে দলটি।

ম্যাচের ১০ মিনিটেই বক্সের বাইরে থেকে চমকপ্রদ গোল করে মিয়ামিকে এগিয়ে দেন মেসি। ৩৯ মিনিটে মাতেও সিলভেত্তির পাস থেকে দ্বিতীয় গোলটি করেন তিনি। বিরতির পর ন্যাশভিল একটি গোল করলেও ফাউলের কারণে সেটি বাতিল হয়। এরপর ৭৪ ও ৭৬ মিনিটে তাদেও আইয়েন্দের জোড়া গোলে বড় জয় নিশ্চিত করে মিয়ামি।

এই জয়ের ফলে এমএলএস কাপ জয়ের পথে এখন মাত্র তিন ধাপ দূরে মিয়ামি। সেমিফাইনালে তারা মুখোমুখি হবে সিনসিনাতির সঙ্গে জয়ী দলের বিপক্ষে, আর ইস্ট কনফারেন্সের ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ ডিসেম্বর।

এই ম্যাচে ৭৬ মিনিটে আইয়েন্দেকে অ্যাসিস্ট করে চলতি শতাব্দির প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০ গোল করানোর বিশ্বরেকর্ড গড়েছেন লিওনেল মেসি। উল্লেখযোগ্য বিষয় হলো, এখন পর্যন্ত কোনো সক্রিয় ফুটবলারের নামে নেই এমনকি ৩০০ অ্যাসিস্টও।

ইন্টার মিয়ামির জন্যও এটি এক নতুন ইতিহাস। ক্লাবটি প্রথমবারের মতো এমএলএস প্লে-অফের সেমিফাইনালে উঠেছে। এর আগে দক্ষিণ ফ্লোরিডার আগের দল মিয়ামি ফিউশন ২০০১ সালে শেষ চারে উঠেছিল। মেসির ছোঁয়ায় এবার মিয়ামির ফুটবলে যেন শুরু হলো নতুন এক অধ্যায়।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪