সিলেট প্রতিনিধি : পুণ্যভূমি সিলেটে আবারও বসতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের আসর। আগামী মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজকে সামনে রেখে এক ভিন্নধর্মী ও বর্ণাঢ্য আয়োজনে ট্রফি উন্মোচন করা হয়েছে।
রবিবার বেলা পৌনে একটার দিকে সিলেটের ঐতিহাসিক দুটি স্থাপনা—কিন ব্রিজ ও আলী আমজাদের ঘড়ির পাশে এই জমকালো ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনুষ্ঠানে দুই দলের অধিনায়ক বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত ও আয়ারল্যান্ডের অ্যান্ড্রু বালবির্নি উপস্থিত থেকে সিরিজের ট্রফি উঁচিয়ে ধরেন এবং ফটোসেশনে অংশ নেন।
এ সময় অন্যদের মধ্যে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে দেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোতে সিরিজের ট্রফি উন্মোচনের যে ধারা বিসিবি শুরু করেছে, এটি তারই ধারাবাহিকতা। সিলেটের ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরতেই আয়োজকরা এবার স্টেডিয়াম বা হোটেলের বদলে সুরমা পাড়ের এই আইকনিক স্থানটি বেছে নিয়েছেন। এর আগে ঢাকায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছিল ঐতিহাসিক লালবাগ কেল্লায়, এবং অতীতে সিলেটের চা বাগানেও এমন আয়োজন দেখা গেছে।
উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের মধ্যকার এই টেস্ট সিরিজ শুরু হবে। ম্যাচটি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। ঐতিহাসিক স্থাপনার পাশে ব্যতিক্রমী এই ট্রফি উন্মোচনকে ঘিরে স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা দেখা দিয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন