রিপোর্টার্স২৪ ডেস্ক: সিলেট টেস্টের প্রথম দিন ৮ উইকেটে ২৭০ রান করে দিন শেষ করেছিল আয়ারল্যান্ড। কিন্তু দ্বিতীয় দিন স্রেফ ১৫ মিনিট টিকতে পেরেছে তারা। তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ অবশিষ্ট দুই উইকেট তুলে নিয়ে সফরকারীদের ২৮৬ রানে অলআউট করেছেন।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শুরু হয় সাড়ে ৯টায়। প্রথম ওভারে হাসান মাহমুদ আক্রমণে আসতেই ব্যারি ম্যাককার্থি দুটি চার হাঁকান। পরের ওভারে তাইজুল ইসলাম এসে ম্যাথু হামপ্রিসকে এলবিডব্লিউ করে ফেরান।
গতকালের শেষ ওভারে তাইজুলই জর্ডান নেইলকে এলবিডব্লিউ করেছিলেন। আজ, প্রথম বলেই হামপ্রিস ফেরেন তাইজুলের বিপক্ষে। পরের ওভারের দ্বিতীয় বলে ম্যাককার্থি বোল্ড হয়ে আয়ারল্যান্ডের ইনিংস শেষ হয়। ম্যাককার্থি ৬৪ বলে ৩১ রান করেন।
প্রথম দিনে আয়ারল্যান্ডের সর্বোচ্চ রান আসে পল স্টার্লিং (৬০) এবং চ্যাড কারমাইকেল (৫৯) থেকে। স্টার্লিং ও কারমাইকেল মিলে ৯৬ রান যোগ করেন। অন্যান্য ব্যাটারদের মধ্যে কার্টিস ক্যাম্ফার ৪৪, লরকান টাকার ৪১, জর্ডান নেইল ৩০ রান করেন।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া হাসান মাহমুদ, হাসান মুরাদ, তাইজুল ইসলাম ২টি করে উইকেট নিয়েছেন এবং নাহিদ রানা ১টি উইকেট শিকার করেন।
বাংলাদেশের দ্রুত বোলিং আক্রমণে মাত্র ১৫ মিনিটে আয়ারল্যান্ডের ইনিংস শেষ হওয়ায় ম্যাচের দ্বিতীয় দিনের শুরুতেই দলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় বাংলাদেশ।
রিপোর্টার্স২৪/ঝুম