রিপোর্টার্স২৪ ডেস্ক: দ্বিতীয় দিনের খেলার শুরুতেই আয়ারল্যান্ডের অবশিষ্ট দুই উইকেট তুলে নিয়ে ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ। সফরকারী দল আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হয়েছিল।
বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় ম্যাচের শুরু থেকেই ওয়ানডে মেজাজে রান তুলছেন। দুজনেই ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন, যার ফলে বাংলাদেশের দলীয় স্কোরও একশ রানের গণ্ডি ছাড়িয়েছে।
২০.৪ ওভারে বাংলাদেশের ইনিংস ১০০ রান পেরিয়েছে। সাদমান সপ্তম টেস্টে ৪৯ বলে ফিফটি করেছেন, যেখানে ৭টি চার ও একটি ছক্কার সাহায্য রয়েছে। মাহমুদুল জয় ৭২ বলে ৫০ রান করে টেস্টে নিজের পঞ্চম হাফসেঞ্চুরি রচনা করেছেন।
এই সিরিজ দিয়ে টেস্টে ফিরেছেন জয়; যদিও ধীরগতিতে খেলছেন, তবুও সাদমানের দ্রুতগতির ব্যাটিংয়ে আয়ারল্যান্ডের বোলাররা সুবিধা করতে পারছে না। এই মুহূর্তে ২৪ ওভারে কোনো উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯।
এর আগে আয়ারল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ রান এসেছে পল স্টার্লিং (৬০), চ্যাড কারমাইকেল (৫৯), কার্টিস ক্যাম্ফার (৪৪), লরকান টাকার (৪১), ব্যারি ম্যাককার্থি (৩১) এবং জর্ডান নেইল (৩০) থেকে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া হাসান মাহমুদ, হাসান মুরাদ, তাইজুল ইসলাম ২টি করে এবং নাহিদ রানা ১টি উইকেট নিয়েছেন। বাংলাদেশের উজ্জ্বল শুরু এই টেস্টে নিজেদের অবস্থান শক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রিপোর্টার্স২৪/ঝুম