রিপোর্টার্স২৪ডেস্ক:সিলেট টেস্টে স্বাগতিক বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে শক্ত অবস্থান তৈরি করেছে। দিনের তৃতীয় সেশনের শুরুতেই জর্ডান নিলের বলে গালি অঞ্চল দিয়ে চার মেরে ঘরের মাঠে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন মাহমুদুল হাসান জয়। তবে এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। ২০২২ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার ডারবানে টেস্টে প্রথম সেঞ্চুরি করেছিলেন জয়। মাঝের ১৭ ইনিংসে কোনও ফিফটির দেখা না পাওয়া এ ব্যাটার, সেঞ্চুরি পাওয়ার পর কিছুটা সাবলীল ভঙ্গিমায় খেলে, ১৪টি চার ও ৪টি ছক্কা মেরে ১৬৯ রানে অপরাজিত আছেন।
অন্য প্রান্তে মুমিনুল ৮০ রানে অপরাজিত আছেন।
এর আগে আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হওয়ার পর রান তাড়ায় সাদমান ইসলামের সঙ্গে নামেন মাহমুদুল। দুইজনের ফিফটিতে ১৬৮ রানের জুটি পায় বাংলাদেশ। সাদমান ৮০ রান করে ফিরলেও মাঠে মুমিনুলের সঙ্গে জুটি গড়েন মাহমুদুল।
দিন শেষে ৫২ রানের লিডে ৩৩৮ রানে ৯ উইকেট হাতে নিয়ে আগামীকাল বড় সংগ্রহের দিকে চোখ রাঙ্গাচ্ছে বাংলাদেশ।
রিপোর্টার্স২৪/বাবি