| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩ শিক্ষার্থী বহিষ্কার জবিতে

  • আপডেট টাইম: 10-08-2025 ইং
  • 388971 বার পঠিত
৩ শিক্ষার্থী বহিষ্কার জবিতে
ছবির ক্যাপশন: ৩ শিক্ষার্থী বহিষ্কার জবিতে

জবি প্রতিনিধি: নবীন শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় বিভাগের আরও ৪ শিক্ষার্থীকে ক্লাস কার্যক্রম থেকে বিরত রাখা ও সতর্কীকরণ করা হয়েছে।

রোববার (১০ই আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০তম ব্যাচের (২০২৪-২৫ সেশন) নবীন শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে ইসলামিক স্টাডিজ বিভাগের জরুরি একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৯তম ব্যাচের (২০২৩-২৪ সেশন) শিক্ষার্থী যুবরাজ হাসান, মোসাঃ রাজিয়াতুন নাহার নিশু ও রহমাতুল্লাহ মাজীকে সাময়িক বহিষ্কার করা হল।

অন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই ঘটনার প্রেক্ষিতে ১৯তম ব্যাচের (২০২৩-২৪ সেশন) শিক্ষার্থী সামিয়া আঁখি, মো. মুইনদ্দীন, মো. মাজহারুল ইসলাম ও মো. রাকিব হোসেনকে ক্লাস কার্যক্রম থেকে বিরত রাখা ও সতর্কীকরণ করা হল। পাশাপাশি উক্ত শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে এ ব্যাপারে মুসলেকা নেওয়ার জন্য বিভাগীয় চেয়ারম্যানকে অনুরোধ করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক বলেন, "র‍্যাগিংয়ের বিষয়ে শিক্ষার্থীদের পূর্বেই সতর্ক করা হয়েছে। অপরাধের বিবেচনায় বিভাগীয় চেয়ারম্যান মহোদয় এবং সকল শিক্ষকদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রত্যাশা করি তারা সতর্ক হবে এবং এ জাতীয় অপরাধ থেকে দূরে থাকবে।" 

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪