| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চবি তে সুষ্ঠু নির্বাচন ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ছাত্রদলের সংবাদ সম্মেলন"

  • আপডেট টাইম: 12-08-2025 ইং
  • 385652 বার পঠিত
চবি তে সুষ্ঠু নির্বাচন ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ছাত্রদলের সংবাদ সম্মেলন"
ছবির ক্যাপশন: চবি তে সুষ্ঠু নির্বাচন ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ছাত্রদলের সংবাদ সম্মেলন"

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু দাবি ও অভিযোগ তুলে ধরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। 

১২ আগস্ট (মঙ্গলবার) দুপুরে ক্যাম্পাসে চাকসু ভবনের সামনে ‘চাকসু নির্বাচন ও ক্যাম্পাস পরিস্থিতি’ বিষয়ক এক জরুরি সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে এক লিখিত বক্তব্যে তারা ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ, নিরাপত্তা এবং শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার দাবির পাশাপাশি নানান অভিযোগ পেশ করেন। 

এসময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতির পরিবেশ সুস্থ ও নিরপেক্ষ রাখাতে, একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে গুপ্ত রাজনীতি বন্ধের ব্যাপারে বিধান জারি করার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রদল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, “বিশ্ববিদ্যালয়ের যেকোনো সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ্যে আনা উচিত। যাতে কোনো ছাত্ররাজনৈতিক সংগঠন গোপনে রাজনীতি করতে না পারে, সে বিষয়ে বিধান জারি করার দাবি জানাচ্ছি আমরা। যারা মিথ্যার আশ্রয় নিয়ে ক্যাম্পাসে ছাত্রদলের বিরুদ্ধে উসকানিমূলক কার্যক্রম চালাচ্ছে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ক্যাম্পাসে সুষ্ঠু ছাত্র রাজনীতির পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ব্যর্থ হয়েছে।”

লিখিত বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “অভ্যুত্থান পরবর্তী সময় থেকেই বিশ্ববিদ্যালয়কে অদৃশ্য একটি শক্তি দখলদারিত্ব কায়েমের মাধ্যমে নিয়ন্ত্রণ করার অপচেষ্টা চালাচ্ছে। সেই অপচেষ্টা এখনো অব্যাহত রয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ক্যাম্পাসকে কোনোভাবেই আর একক আধিপত্য বিস্তারের ক্ষেত্র হতে দেওয়া যাবে না। ক্যাম্পাসের প্রতিটি ক্ষেত্রে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠা করার পথে বাধা হিসেবে যারা দখলদারিত্বের রাজনীতি অব্যাহত রাখতে চায় আমরা সচেতন শিক্ষার্থীদের নিয়ে তাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়াব।”

এছাড়াও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে, ক্যাম্পাসে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য গঠনতন্ত্র সংশোধন, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, হল ও ক্যাম্পাসে সন্ত্রাসমুক্ত পরিবেশ, শিক্ষার্থীদের আবাসনের পাশাপাশি খাদ্য নিরাপত্তা এবং রাজনৈতিকভাবে হয়রানি বন্ধের বিষয়গুলো নিশ্চিত করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সহ একাধিক নেতা কর্মীরা।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪