ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী’ ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নিয়ে তারা অবিলম্বে পাথর উত্তোলন বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ সময় শিক্ষার্থীরা “আমার সোনার বাংলায়, পাথর খেকো ঠাঁই নাই; বাঁশের লাঠি তৈরি করো, পাথর খেকো সাইজ কর; জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে ; লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে; লাল জুলাইয়ের বাংলায়, পাথর খেকো খায় নাই ইত্যাদি স্লোগান দেন। শিক্ষার্থীরা বলেন, সিলেটের সাদা পাথর এলাকায় এখন শুধু ‘সাদা’ আছে, পাথর নেই। পাথরখেকোরা সব পাথর খেয়ে জায়গাটিকে মরুভূমিতে পরিণত করেছে। পরিবেশ উপদেষ্টা বলছেন, তিনি এটা আটকাতে পারছেন না। প্রশ্ন হলো—তাদের কী এত ক্ষমতা যে প্রশাসনের সামনেই সব পাথর খেয়ে ফেলছে? আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আপনারা দ্রুত তাদের আটকান, উপযুক্ত ব্যবস্থা নেন এবং পর্যটন কেন্দ্রকে রক্ষা করুন।
ভাষাবিজ্ঞানের শিক্ষার্থী আশা তালুকদার বলেন, সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর এলাকার সব পাথর উত্তোলন করে এলাকা সম্পূর্ণ ফাঁকা করে ফেলা হয়েছে। আমরা যদি এগুলো রক্ষা করতে না পারি, তবে বাংলাদেশের অস্তিত্বই কোথায় থাকবে? প্রশাসনের কাছে জোরালো দাবি জানাচ্ছি—এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন।
রুবেল আহমেদ রাহী বলেন, কিছুদিন আগেও পরিবেশ উপদেষ্টা রেজওয়ান হাসান সিলেট থেকে ঘুরে এসে বলেছিলেন, আর পাথর উত্তোলন হবে না। কিন্তু দেখা যাচ্ছে, প্রশাসনের নাকের ডগা থেকে দিনের আলোতেই পাথর নিয়ে যাওয়া হচ্ছে। এসব দেখেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। পরিবেশ উপদেষ্টাকে বলতে চাই—আপনি উপদেষ্টার চেয়ারে বসে কী আঙুল চুষছেন? সাদা পাথরের সব পাথর শেষ, বালি শেষ—এখন নৌকা নষ্ট করে কী করবেন? পাথরখেকোদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দেখতে চাই। অবিলম্বে এসব চোর-অপরাধীদের শাস্তির আওতায় আনুন।
এ সময় শিক্ষার্থীরা মানববন্ধনে তিন দফা দাবি তুলে ধরেন। সেগুলো হলো
১. আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
২. পরিবেশ রক্ষায় কঠোর আইন প্রণয়ন করতে হবে।
৩. পাথরখেকোদের সঙ্গে প্রশাসনকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে।
রিপোর্টার্স২৪/সোহাগ