রিপোর্টার্স২৪ ডেস্ক : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের আয়োজনে সামার-২০২৫ সেমিস্টারের ‘বৈষম্য নিরসন’ শীর্ষক কারিকুলাম সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে সাভারের আশুলিয়ার আমিনুল ইসলাম সেমিনার হলে দিনব্যাপী এ আয়োজন শুরু হয়।
সকাল ১১টায় বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ‘বৈষম্য নিরসন’ বিষয়ক নির্বাচিত ভিডিও, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ডকুমেন্টারি, পোস্টার, আলোকচিত্র এবং গ্রাফিক্স প্রদর্শন করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ুথ সোসাইটির প্রতিষ্ঠাতা ফায়েজ বেলাল, বিআইজিএম-এর নির্বাহী পরিচালক মাছুম খান এবং দৈনিক যুগান্তরের নগর সম্পাদক মিজান মালিক। তারা শিক্ষার্থীদের সৃজনশীল কাজের প্রশংসা করে ভবিষ্যতে আরও উন্নতমানের কাজ উপস্থাপনের আহ্বান জানান।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় ‘বৈষম্য নিরসনে মাল্টিডিসিপ্লিনারি প্যানেল আলোচনা,যা সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান জামিল। প্যানেলিস্ট হিসেবে ছিলেন বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক উদিসা ইসলাম এবং ব্র্যাকের অ্যাসোসিয়েট ডিরেক্টর শরিফুল ইসলাম হাসান। শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্বে বিশেষজ্ঞদের কাছ থেকে অভিজ্ঞতা ও পেশাগত পরামর্শ নেন।
আয়োজনে উপস্থিত ছিলেন বিভাগের প্রধান আফতাব হোসেন, অধ্যাপক গ্রেকজন সায়মনস, প্রভাষক ইহা অবাপ্তি, মেহেরাবুল হক রাফি, মেহেরুন নাহারসহ বিভাগের সব শিক্ষক-শিক্ষার্থী।
আয়োজকরা জানান, এই সিম্পোজিয়াম শিক্ষার্থীদের সৃজনশীলতা উন্নত করার পাশাপাশি ইন্ডাস্ট্রির সাথে পেশাগত নেটওয়ার্ক তৈরির সুযোগ তৈরি করেছে।
রিপোর্টার্স২৪/সোহাগ