রিপোর্টার্স২৪ ডেস্ক : চিলির সান্তিয়াগোতে ফুটে উঠল আফ্রিকার গর্বের নতুন অধ্যায়। ফুটবল পরাশক্তি আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতল মরক্কো!
ম্যাচের নায়ক নিঃসন্দেহে ইয়াসির জাবিরি—মাত্র ১৭ বছর বয়সে ইতিহাস গড়া এই তরুণ ফরোয়ার্ড করেছেন দুইটি দুর্দান্ত গোল (১২ ও ২৯ মিনিটে), যেগুলোই বদলে দিয়েছে ম্যাচের ভাগ্য।
পুরো ম্যাচ জুড়ে বলের দখলে ছিল আর্জেন্টিনা, কিন্তু মরক্কোর রক্ষণভাগের শৃঙ্খলা ও দৃঢ়তায় একবারও ভাঙন ধরাতে পারেনি তারা। জিয়ানলুকা প্রেস্টিয়ানি ও মাহের কারিজোর একের পর এক প্রচেষ্টা ব্যর্থ হয় মরক্কোর গোলরক্ষক ইব্রাহিম গোমিসের অসাধারণ সেভে।
রক্ষণভাগে ওথমান মাাম্মা আর আক্রমণে জাবিরি যেন পরিণত হন আর্জেন্টিনার দুঃস্বপ্নে। টুর্নামেন্টে একটিও ম্যাচ না হারা আর্জেন্টিনা শেষ পর্যন্ত থেমে গেল মরক্কোর জয়ের উল্লাসে।
এই জয়ের মাধ্যমে মরক্কো শুধু একটি ট্রফিই জেতেনি—তারা খুলে দিয়েছে আফ্রিকার ফুটবলের নতুন দুয়ার। তরুণদের এই সাফল্য প্রমাণ করল, ফুটবলে এখন আর ইউরোপ–লাতিন আমেরিকা নয়, আফ্রিকাও পারছে বিশ্ব শাসন করতে।
রিপোর্টার্স২৪/ঝুম