রিপোর্টার্স২৪ ডেস্ক : ৩৮ বছর বয়সেও যেন থামতে জানেন না ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা! এবার তিনি গড়লেন নতুন এক ইতিহাস। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ ওয়ানডে র্যাংকিংয়ে উঠে এসেছেন বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হিসেবে।
বুধবার (২৯ অক্টোবর) প্রকাশিত তালিকায় রোহিত দুই ধাপ এগিয়ে শুভমান গিলকে সরিয়ে নেন শীর্ষস্থান। ৩৮ বছর ১৮২ দিন বয়সে তিনি এখন পর্যন্ত সবচেয়ে বয়স্ক ভারতীয় ব্যাটসম্যান, যিনি ওয়ানডেতে বিশ্বসেরা হওয়ার কীর্তি গড়লেন।
গত সপ্তাহে রোহিতের রেটিং পয়েন্ট ছিল ৭৪৫ অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডেতে ৯৭ বলে ৭৩ রান করার পর সিডনিতে তৃতীয় ওয়ানডেতে অপরাজিত থেকে ১২৫ বলে ১২১ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। এই পারফরম্যান্সে তার রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৮১।
এই অর্জনের মধ্য দিয়ে রোহিত শর্মা পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে বিশ্বের এক নম্বর হওয়ার কীর্তি গড়লেন। তার আগে এই কাতারে ছিলেন শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং শুভমান গিল।
অন্যদিকে শুভমান গিল এবার নেমে গেছেন তৃতীয় স্থানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার তিন ম্যাচের রান মাত্র ১০, ৯ ও ২৪। আর বিরাট কোহলি তৃতীয় ওয়ানডেতে ৭৪ রান করেও এক ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে চলে গেছেন; তার রেটিং পয়েন্ট এখন ৭২৫। অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডেতে হাফসেঞ্চুরি করা শ্রেয়াস আইয়ারও এগিয়ে নবম স্থানে উঠে এসেছেন।
বোলারদের তালিকাতেও এসেছে পরিবর্তন। অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড দুই ধাপ এগিয়ে এখন অষ্টম স্থানে। ভারতের কুলদীপ যাদব এক ধাপ নেমে সপ্তম অবস্থানে। অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা দ্বিতীয় ওয়ানডেতে চার উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে ১২তম স্থানে উঠেছেন। অন্যদিকে নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার তিন ধাপ এগিয়ে এখন চতুর্থ স্থানে। রোহিতের এই সাফল্য প্রমাণ করে দিল—বয়স কেবল একটি সংখ্যা, ফর্ম নয়!
রিপোর্টার্স২৪/ঝুম