| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রস্রাবে অতিরিক্ত ফেনা কি কিডনি বিকল হওয়ার লক্ষণ?

  • আপডেট টাইম: 31-10-2025 ইং
  • 62829 বার পঠিত
প্রস্রাবে অতিরিক্ত ফেনা কি কিডনি বিকল হওয়ার লক্ষণ?
ছবির ক্যাপশন: প্রস্রাবে অতিরিক্ত ফেনা কি কিডনি বিকল হওয়ার লক্ষণ?

রিপোর্টার্স২৪ ডেস্ক : প্রস্রাবে সামান্য ফেনা থাকা স্বাভাবিক—এটি শরীরের বর্জ্য বের হওয়ার প্রক্রিয়ার অংশ। কিন্তু পর্যাপ্ত পানি খাওয়ার পরও যদি প্রস্রাবে অতিরিক্ত ফেনা থাকে, তা আর অবহেলা করার মতো বিষয় নয়। চিকিৎসকদের মতে, এমন অবস্থায় কিডনিতে সমস্যা দেখা দিতে পারে।

তবে যদি পর্যাপ্ত পানি পান করার পরও মূত্রে ফেনার পরিমাণ বাড়তে থাকে, তাহলে বিষয়টি অবহেলা করা ঠিক হবে না বলে সতর্ক করেছেন চিকিৎসকরা।

কেন প্রস্রাবে ফেনা বাড়ে?

বিশেষজ্ঞদের মতে, মূত্রে অস্বাভাবিক হারে ফেনা বাড়া মানে শরীরের ‘ছাঁকনি’ অর্থাৎ কিডনি ঠিকভাবে কাজ করছে না। এতে শরীরের অত্যাবশ্যকীয় উপাদান প্রোটিন (অ্যালবুমিন) মূত্রের সঙ্গে বেরিয়ে যায়। দীর্ঘদিন এমন চলতে থাকলে কিডনি বিকল হওয়ার আশঙ্কা তৈরি হয়। এর পাশাপাশি কিছু উপসর্গও দেখা দিতে পারে। যেমন পায়ের পাতা ও গোড়ালি ফুলে যাওয়া, মুখ বা চোখের চারপাশে ফোলাভাব, অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা এবং মূত্রের পরিমাণে অস্বাভাবিক পরিবর্তন।

প্রস্রাবে অতিরিক্ত ফেনা কি কিডনি বিকল হওয়ার লক্ষণ?

মুরগির লেগ পিস না পাঁজর, কোন অংশের মাংসে উপকার বেশি?

সমস্যা প্রতিরোধে যা করবেন

১. পর্যাপ্ত পানি পান করুন।

২. অতিরিক্ত লবণ ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন।

৩. রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন, কারণ উচ্চ রক্তচাপ কিডনির ক্ষতি করতে পারে।

৪. অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার সীমিত করুন।

৫. ওজন নিয়ন্ত্রণে রাখুন, কারণ স্থূলতা কিডনির ওপর অতিরিক্ত চাপ ফেলে।

সতর্কবার্তা

যদি নিয়ম মেনে চলার পরও ফেনা কম না হয়, অথবা ফোলাভাব ও ক্লান্তি বেড়ে যায়, তাহলে দেরি না করে নেফ্রোলজিস্টের পরামর্শ নেওয়া জরুরি।

সূত্র : এই সময় অনলাইন


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪