| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে বারোমারী সাধু লিওর ধর্মপল্লীতে খ্রিস্টভক্তদের তীর্থোৎসব

  • আপডেট টাইম: 31-10-2025 ইং
  • 62092 বার পঠিত
শেরপুরে বারোমারী সাধু লিওর ধর্মপল্লীতে খ্রিস্টভক্তদের তীর্থোৎসব

জেলা প্রতিনিধি (শেরপুর) : পাপমোচন, অনুশোচনা, শান্তি, সমৃদ্ধি ও মনোবাসনা পূরণের আশায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি জনপদ বারোমারী ধর্মপল্লীতে সমবেত হয়েছে খ্রিস্টভক্তরা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উদ্বোধনী প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়েছে দু”দিনব্যাপী ফাতেমা রানীর তীর্থোৎসব ও আনুষ্ঠানিকতা। 

খ্রিস্টযজ্ঞে পৌরহিত্য করেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ পনেন পল কৌবি। এবারের তীর্থোৎসবে প্রধান অতিথি ছিলেন পোপের প্রতিনিধি, বাংলাদেশে ভ্যাটিকান রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি। এবারের তীর্থোৎসবের মূল সুর হলো ‘আশার তীর্থযাত্রী ফাতেমা রানী মা মারিয়া’। 

তীর্থযাত্রায় অংশগ্রহণকারী পুণ্যার্থীদের জপমালা আর ‘আমেন, আমেন’ ধ্বনিতে পুরো এলাকায় এক স্বর্গীয় আবেশের সৃষ্টি হয়। রাতে মোমবাতি হাতে হাজারো খ্রিস্টভক্ত ধর্মপল্লীর প্রায় আড়াই কিলোমিটার পাহাড়ি পথ পরিভ্রমণ করেন। পরে মা মারিয়ার মূর্তির সামনে স্থাপিত প্যান্ডেলে রাতভর চলে প্রার্থনা।

রিপোর্টার্স২৪এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪