জেলা প্রতিনিধি (শেরপুর) : পাপমোচন, অনুশোচনা, শান্তি, সমৃদ্ধি ও মনোবাসনা পূরণের আশায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি জনপদ বারোমারী ধর্মপল্লীতে সমবেত হয়েছে খ্রিস্টভক্তরা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উদ্বোধনী প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়েছে দু”দিনব্যাপী ফাতেমা রানীর তীর্থোৎসব ও আনুষ্ঠানিকতা।
খ্রিস্টযজ্ঞে পৌরহিত্য করেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ পনেন পল কৌবি। এবারের তীর্থোৎসবে প্রধান অতিথি ছিলেন পোপের প্রতিনিধি, বাংলাদেশে ভ্যাটিকান রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি। এবারের তীর্থোৎসবের মূল সুর হলো ‘আশার তীর্থযাত্রী ফাতেমা রানী মা মারিয়া’।
তীর্থযাত্রায় অংশগ্রহণকারী পুণ্যার্থীদের জপমালা আর ‘আমেন, আমেন’ ধ্বনিতে পুরো এলাকায় এক স্বর্গীয় আবেশের সৃষ্টি হয়। রাতে মোমবাতি হাতে হাজারো খ্রিস্টভক্ত ধর্মপল্লীর প্রায় আড়াই কিলোমিটার পাহাড়ি পথ পরিভ্রমণ করেন। পরে মা মারিয়ার মূর্তির সামনে স্থাপিত প্যান্ডেলে রাতভর চলে প্রার্থনা।
রিপোর্টার্স২৪এসএন