রিপোর্টার্স২৪ ডেস্ক : ফুটবল বিশ্বে ‘রোনালদো’ নামটি শুধু সাফল্যের প্রতীক নয়, এটি এক ঐতিহাসিক উত্তরাধিকার। এবার সেই উত্তরাধিকার বহনের পথচলা শুরু করলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র, সংক্ষেপে ‘ক্রিশ্চানিনহো’। বয়স মাত্র ১৫, তবু গায়ে পর্তুগালের জার্সি যাত্রা শুরু হলো আন্তর্জাতিক যুব ফুটবলের মঞ্চে।
তুরস্কে অনুষ্ঠিত ফেডারেশনস কাপ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে তুরস্কের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে অভিষেক হয় এই ‘গোল্ডেন বয়’-এর। পর্তুগাল ম্যাচটি জেতে ২-০ গোলে।
এই বিশেষ দিনে পরিবারের আবেগ ছিল আকাশ ছোঁয়া। ম্যাচের আগে নাতির ছবি শেয়ার করে রোনালদোর মা দোলোরেস আভেইরো লিখেছিলেন, “চলো, পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দল! গর্ব যেন শব্দে বাঁধা যাচ্ছিল না।
রোনালদো জুনিয়র বর্তমানে আল-নাসরের যুবদলে খেলছেন। এর আগে জুভেন্তাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতেও ছিলেন তিনি। শুরু থেকেই মাঠে তার মুভমেন্ট, গোল উদযাপন, স্টাইল—সবই যেন বাবার প্রতিচ্ছবি। তবে বাবা যেমন বিশ্বসেরার পথে নিজের পরিচয় বানিয়েছিলেন, তেমনি ক্রিশ্চানিনহোও চান নিজেকে প্রমাণ করতে নিজের মেধা ও পরিশ্রমে।
রোনালদো সিনিয়রের ভাষায়, ও খুব প্রতিযোগিতাপূর্ণ, একদম আমার মতো। তবে আমি তাকে কখনো অতিরিক্ত চাপ দিই না। ওর নিজের মতো করে বেড়ে ওঠাই চাই।”
ইতিহাসের মজার মিল ২০০১ সালে একই বয়সে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে অভিষেক হয়েছিল রোনালদোর। সেখান থেকে ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, ইউরো চ্যাম্পিয়নশিপ, নেশনস লিগ তারপর বিশ্বজুড়ে কিংবদন্তি হয়ে ওঠা।
এখন শুরু হলো নতুন অধ্যায়, রোনালদো জুনিয়রের অধ্যায়। বাবার ছায়া বিশাল, প্রত্যাশা পাহাড়সম; কিন্তু তার সামনে রয়েছে নতুন ইতিহাস লেখার সুযোগ। সময়ের অপেক্ষা রোনালদোর পর এবার কি উজ্জ্বল হবে আরেক ‘রোনালদো’?
রিপোর্টার্স২৪/ঝুম