রিপোর্টার্স ২৪ স্পোর্টস ডেস্ক: এখন অনেকটাই স্থিতিশীল শ্রেয়াস আইয়ারের শারীরিক অবস্থা । ভারতীয় দলের এই ব্যাটসম্যান সিডনির হাসপাতাল থেকে ইতোমধ্যে ছাড়া পেয়েছেন । তবে এখনই দেশে ফিরতে পারবেন না । সেখানে আরও কিছুদিন চিকিৎসা নিতে হবে তাকে। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে গত শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় চোট পান শ্রেয়াস। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। নিয়মিতই বিবৃতি দিয়ে শ্রেয়াসের চিকিৎসার খবর জানাচ্ছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) । শনিবার ভারতীয় বোর্ড জানায় এই ক্রিকেটারের চিকিৎসার সর্বশেষ গ্রগতির তথ্য। এই ক্রিকেটারের চোট দ্রুতই চিহ্নিত করে চিকিৎসা দেয়াতে রক্তক্ষরণ বন্ধ হয়। হাসপাতালে এখন স্থিতিশীল এবং ভালোই আছেন তিনি। বড় ধরনের কোন সমস্য না থাকায় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছেন চিৎসকরা।
খেলার সময় ফিল্ডিংয়ে অ্যালেক্স কেয়ারির ক্যাচ নিতে গিয়ে এই চোট পান শ্রেয়াস। তাৎক্ষনিক মাঠেই চলে তার প্রাথমিক চিকিৎসা। সেদিন আর ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি। পরে ফিজিওর সঙ্গে মাঠ ছেড়ে যান ।
অভ্যন্তরীণ রক্তক্ষরণ ধরা পড়ায় তাকে আইসিউতে নেওয়া হয়। গোটা ক্রিকেটবিশ্বে এ খবর ছড়িয়ে পড়লে উদ্বিগ্ন হয়ে ওঠে । তবে তার শারিরীক অবস্থার উন্নতি হলে শঙ্কা এখন দূর হয়েছে। তবে শ্রেয়াসের খেলার মাঠে ফেরা নিয়ে এখনো কিচু জানা যায়নি।
রিপোর্টার্স ২৪/জয়