| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪৮ ঘণ্টার মধ্যে ট্রফি দিন, এসিসিকে হুমকি ভারতের

  • আপডেট টাইম: 01-11-2025 ইং
  • 54229 বার পঠিত
৪৮ ঘণ্টার মধ্যে ট্রফি দিন, এসিসিকে হুমকি ভারতের
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: মাসখানেক আগে শেষ হয়েছে এবারের এশিয়া কাপ ক্রিকেট। পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে এখনো পর্যন্ত সেই শিরোপার ট্রফি হাতে পায়নি তারা। বিষয়টি ঘিরে সৃষ্টি হয়েছে নানা নাটকীয়তা ও বিতর্ক।

এবার ট্রফি ইস্যুতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) প্রকাশ্যে হুমকি দিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়া। তিনি জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যে ট্রফি ভারতে না পৌঁছালে বিষয়টি আইসিসির বোর্ড সভায় তোলা হবে।

ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে সাইকিয়া বলেন, “হ্যাঁ, এক মাস পেরিয়ে যাওয়ার পরও ট্রফি না পাওয়ায় আমরা কিছুটা অখুশি। আমরা বিষয়টি নিয়ে চুপ নেই। ১০ দিন আগে এসিসি চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছি। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। এখনো ট্রফিটি নিজেদের কাছে রেখেছেন। আমরা আশা করছি, আগামী এক-দুই দিনের মধ্যেই মুম্বাইয়ে বিসিসিআই সদর দপ্তরে ট্রফিটি পৌঁছাবে।”

তিনি জানিয়েছেন, “যদি ট্রফি দ্রুত না দেওয়া হয়, তাহলে আগামী মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিতব্য আইসিসির ত্রৈমাসিক সভায় বিষয়টি আমরা তুলব। প্রয়োজনে কঠোর অবস্থানও নেওয়া হবে।”

সাইকিয়া বলেন, ‘বিসিসিআইয়ের পক্ষ থেকে ব্যাপারটি সামলাতে আমরা পুরোপুরি প্রস্তুত। ভারতের জনগণকে আমি নিশ্চিত করছি যে ট্রফি ভারতে ফিরবেই, শুধু সময়টা চূড়ান্ত হয়নি। একদিন না একদিন (ট্রফি) ফিরবেই।’ 

উল্লেখ্য, এসিসির বর্তমান সভাপতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। ফাইনালের পর তার কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিল ভারতীয় দল। পরবর্তীতে নাকভি ট্রফি নিয়ে চলে যান, যা এখনো পাকিস্তানেই রয়েছে বলে জানা গেছে।

নাকভির প্রতি ইঙ্গিত করে সাইকিয়া বলেন,“আমরা পাকিস্তানের বিপক্ষে সব ম্যাচ জিতেছি এবং ফাইনালও জিতেছি। আমরা চ্যাম্পিয়ন। সবকিছুই রেকর্ডে আছে, শুধু ট্রফিটাই নেই। আশা করি, নাকভির শুভবুদ্ধির উদয় হবে।”

পুরো এশিয়া কাপ জুড়েই ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বিতর্ক হয়েছে। প্রথম ম্যাচে টসের সময় পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। পরে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গেও হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। প্রতিযোগিতার তিনটি ম্যাচেই এই ঘটনা দেখা গিয়েছে, যা নিয়ে কম জলঘোলা হয়নি ক্রিকেট বিশ্বে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪