| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফলের দাম ঊর্ধ্বমুখী, ভোগান্তিতে সাধারণ ক্রেতা

  • আপডেট টাইম: 01-11-2025 ইং
  • 52438 বার পঠিত
ফলের দাম ঊর্ধ্বমুখী, ভোগান্তিতে সাধারণ ক্রেতা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: রোজা শুরু হতে এখনো কয়েক মাস বাকি থাকলেও রাজধানীর বাজারে আমদানি করা ফলের দাম ইতিমধ্যেই আকাশছোঁয়া হয়ে গেছে। সরবরাহ সংকটের অজুহাতে পাইকারি ও খুচরা বাজারে দামের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে, ফলে কেজিপ্রতি ৩০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন আমদানি করা ফল। তবে দেশিয় ফলের বাজার আপাতত স্থিতিশীল রয়েছে।

শনিবার (১ নভেম্বর) মগবাজার, মালিবাগ, রামপুরা, খিলগাঁও, মতিঝিল টেলিফোন কলোনি, শাহজাহানপুর ও সেগুনবাগিচা এলাকার বাজার ঘুরে দেখা গেছে আপেল, আঙুর, কমলা, আনারসহ অধিকাংশ আমদানি করা ফলের দাম আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ফকিরাপুলের ফল বিক্রেতা আবু রায়হান জানান, “বাদামতলীর পাইকারি বাজারে সব ধরনের আমদানি করা ফলের দাম কেজিপ্রতি ৩০-৬০ টাকা বেড়েছে এবং কিছু ফলের সরবরাহও কমে গেছে। এভাবে দাম বাড়তে থাকলে রোজার আগে আরও বৃদ্ধি পেতে পারে।”

সেগুনবাগিচার দোকানি হারুন বলেন, “ফলের সরবরাহে অনিয়ম হচ্ছে। রোজার সময় চাহিদা বাড়লে দামও স্বাভাবিকভাবেই আরও বাড়বে।”

অন্যদিকে, ক্রেতারা অভিযোগ করছেন, বাজারে পর্যাপ্ত ফল থাকা সত্ত্বেও সিন্ডিকেটের কারণে কৃত্রিম সংকট সৃষ্টি করে ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছে। 

আরামবাগের গৃহিণী নাহিদা সাবিহা বলেন, “রোজা আসতে এখনো অনেক দেরি। দাম বাড়তে থাকলে রোজায় ফল কেনা সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে যাবে।”

বর্তমানে বাজারে প্রতি কেজি মাল্টা বিক্রি হচ্ছে ২০০-২৩০ টাকায়, কমলা ৩৫০-৩৮০ টাকায়, ছোট কমলা ৩০০-৩২০ টাকায়, নাশপাতি ৩০০-৩৩০ টাকায়, আনার ৬০০-৬৫০ টাকায়, আঙুর ৪৫০-৫০০ টাকায় এবং পারসি মন ১,২০০ টাকায়।

দেশে উৎপাদিত ড্রাগন ফলের দামও বেড়েছে কেজিপ্রতি ২০-৩০ টাকা। এখন এটি বিক্রি হচ্ছে ২৫০-২৭০ টাকায়, আর ছোট আকারের ড্রাগন বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকায়।

অন্যদিকে দেশি ফলে এখনো স্থিতিশীলতা দেখা যাচ্ছে। পেয়ারা ও পেঁপে বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়, দেশি মাল্টা ১২০-১৪০ টাকায়, আমড়া ১২০-১৫০ টাকায়, আমলকী ২০০-২৫০ টাকায়, জলপাই ৮০-১০০ টাকায়, আনারস প্রতি পিস ৩০-৪০ টাকায় এবং এক হালি লেবু ২০-৪০ টাকায়।

বিশেষজ্ঞরা মনে করছেন, বাজার নিয়ন্ত্রণ না করলে রোজার সময় ফলের দাম আরও বাড়তে পারে, যা সাধারণ ক্রেতাদের জন্য সমস্যা সৃষ্টি করবে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪