রিপোর্টার্স২৪ ডেস্ক: চলতি নভেম্বরে আর্জেন্টিনার একমাত্র প্রীতি ম্যাচের জন্য এখনো চূড়ান্ত দল ঘোষণা হয়নি। তবে দেশটির গণমাধ্যমের খবর, ২০২৫ সালের শেষ আন্তর্জাতিক সফরের দলে থাকছেন না গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। আগামী ১৪ নভেম্বর আ্যঙ্গোলার বিপক্ষে আর্জেন্টিনার গোলরক্ষক হিসেবে মাঠে দেখা যাবে অন্য কাউকে।
কোচ লিওনেল স্কালোনি সরাসরি জানিয়েছেন, বিশ্বকাপজয়ী ও দুবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন মার্তিনেজের সঙ্গে কথা বলে তাকে আসন্ন ফিফা উইন্ডোর সময় জাতীয় দলের সঙ্গে সফরে না থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দলের তরুণ গোলরক্ষকদের পরীক্ষা করার সুযোগ পাবেন স্কালোনি।
মার্তিনেজ যে জাতীয় দলে অপরিহার্য ও অন্যতম প্রধান খেলোয়াড়, তা নিয়ে কোনো সংশয় নেই। ২০২৬ সালের যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য তার জায়গা নিশ্চিত হওয়ায় স্কালোনির পরিকল্পনা অনুযায়ী আসন্ন প্রীতি ম্যাচে বিশ্রাম দেওয়া হচ্ছে। বিকল্প গোলরক্ষকরা নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন।
মার্তিনেজের অনুপস্থিতিতে অ্যাঙ্গোলা ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোলপোস্টে দেখা যেতে পারে ওয়াল্টার বেনিতেজকে। উল্লেখ্য, কয়েক মাস আগে বেনিতেজ পিএসভি থেকে বিদায় নিয়ে ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসে যোগ দিয়েছেন, তবে প্রিমিয়ার লিগে এখনো নিয়মিত সুযোগ পাননি।
রিপোর্টার্স২৪/ঝুম