রিপোর্টার্স২৪ ডেস্ক: নারী ওয়ানডে বিশ্বকাপ জেতার পর ভারতীয় দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা উদযাপন করেছে। বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সাক্ষাৎকালে হারলিন দেওল প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, স্যার, আপনার ত্বক সব সময় ঝলমল করে। আপনার স্কিনকেয়ার রুটিন কী?” এই হঠাৎ প্রশ্নে উপস্থিতরা খানিকটা অবাক হন। প্রধানমন্ত্রী হেসে বলেন, আমি কখনো এতটা ভেবে দেখিনি।
তারপর স্নেহ রানা যোগ করেন, এটি দেশের মানুষের ভালোবাসা যা আপনাকে গ্লো করতে সাহায্য করে। প্রধানমন্ত্রী আরও বলেন, এটি একটি বিশাল শক্তির উৎস। বহু বছর সরকারি কাজে কাজ করেছি; আশীর্বাদগুলো শেষ পর্যন্ত প্রভাব ফেলে।
উপস্থিত কোচ অমল মুজুমদারও চুপ থাকেননি। তিনি বলেন, দেখছেন তো স্যার, কাদের নিয়ে আমাকে থাকতে হয়। সেই কারণেই মাথার সব চুল পেকে গিয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম