রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রখ্যাত ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী চলতি বছরের সব উন্মুক্ত মাঠে মাহফিল স্থগিত করেছেন। শনিবার (৮ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দিয়ে লিখেছেন, উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত আমার এবছরের বিভাগীয় সকল তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করা হলো।
তিনি আরও বলেন, গত বছর আটটি বিভাগে তাফসিরুল কুরআন মাহফিলে অংশ নিয়ে লাখো মানুষের সমাগমে সফলভাবে অনুষ্ঠানগুলো সম্পন্ন হয়। তবে নির্বাচনকেন্দ্রিক পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব বেড়ে যাওয়ায় নতুন মাহফিল আয়োজন আপাতত স্থগিত রাখছেন তিনি।
আজহারী বলেন, জাতীয় স্বার্থে নির্বাচনের ঠিক আগমুহূর্তে আমাকে ঘিরে এ ধরনের বড় তাফসির প্রোগ্রাম আয়োজন যুক্তিযুক্ত হবে না বলে মনে করছি না।
তবে তিনি জানিয়েছেন, নির্বাচন-পরবর্তী স্থিতিশীল পরিস্থিতিতে পুনরায় খোলা মাঠে তাফসির মাহফিলে অংশ নেবেন।
রিপোর্টার্স২৪/আরকে