স্পোর্টস ডেস্ক: সিরিজ বাঁচানোর ম্যাচে সামনে থেকে দাঁড়িয়ে পুরো লড়াইটাই নিজের কাঁধে তুলে নিলেন আজিজুল হাকিম তামিম। তার দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করেই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ২ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই সঙ্গে ২-২ ব্যবধানে সিরিজও শেষ করেছে সমতায়।
রাজশাহীতে ২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেই স্বস্তির ছিল না স্বাগতিকদের। উজাইরউল্লাহ নিয়াজাইয়ের নিখুঁত অফস্পিনে একে একে ভেঙে পড়ে টপ অর্ডার। দলীয় ৮৭ রানের মধ্যেই চার ব্যাটার ফিরে যান ড্রেসিংরুমে। এমন বিপর্যয়ের মুহূর্তে অধিনায়ক আজিজুল তামিমকে সঙ্গ দেন ফরিদ হাসান। পঞ্চম উইকেটে দুজনের ৫৪ রানের জুটি কিছুটা স্থিতি ফেরালেও ফরিদ ২৩ রানে ফিরতেই আবারও ধস নামে।
মাত্র ২০ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে বাংলাদেশ পড়ে বিপাকে। স্কোরবোর্ডে তখন ১৬১ রানে ৭ উইকেট। ম্যাচ হাতছাড়া হওয়ার আভাস স্পষ্টই ছিল। কিন্তু এক প্রান্ত ধরে একাই লড়ে যান অধিনায়ক তামিম। ধীরস্থিরতা আর বুদ্ধিমত্তা দিয়ে শেষ ওভার পর্যন্ত লড়ে নিয়ে আসেন দলকে।
তিনি শতক ছুঁয়েছেন দারুণ এক ছক্কায়। শেষমেশ যখন জয়ের জন্য ২ রান চাই, তখনই আউট হয়ে ফেরেন বাঁহাতি এই ওপেনার। ঠিক ১০০ রানের ইনিংস, ১১৮ বল খেলেছেন, মেরেছেন ৭ চার ও ৩ ছক্কা। তার এই ম্যাচসেরা ইনিংসই বাংলাদেশকে নিয়ে আসে কাঙ্ক্ষিত সমতায়।
এর আগে টস জিতে ব্যাট করে ৮ উইকেটে ২০৮ রান তুলেছিল আফগানিস্তান। ওপেনার ওসমান সাদাত করেছেন ৬৮ রান। অধিনায়ক মাহবুব খানের ব্যাট থেকে আসে ৪০ রান। বাংলাদেশের হয়ে সামিউন বসির নেন সর্বোচ্চ ২ উইকেট।
শেষ ম্যাচে আগুনঝরা এক সেঞ্চুরিতে দলকে ডুবতে দেননি আজিজুল তামিম। তার ব্যাটেই সমতায় শেষ হলো আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ সিরিজ।
রিপোর্টার্স২৪/ধ্রুব