| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৮ বছর পর মাঠে ফিরেই ৯ উইকেট, ক্রেমারের দারুণ কীর্তি

  • আপডেট টাইম: 10-11-2025 ইং
  • 24567 বার পঠিত
৮ বছর পর মাঠে ফিরেই ৯ উইকেট, ক্রেমারের দারুণ কীর্তি

রিপোর্টার্স২৪ ডেস্ক: ২০০৫ সালে পেশাদার ক্রিকেট শুরু করা গ্রায়েম ক্রেমার ২০১৮ সালের ডিসেম্বরে ক্রিকেট ছাড়লেও ফের ফিরে এলেন মাঠে। ফিরেই চমক দেখালেন। এক ম্যাচে ৯ উইকেট তুলে জিম্বাবুয়ের ক্রিকেটে নতুন ইতিহাস গড়ে দিলেন এই লেগব্রেকার।

ক্রেমারের ক্যারিয়ারে ২০১৭ সাল পর্যন্ত ১৯ টেস্ট খেলে ৫৭ উইকেট ও ৫৪০ রান, ৯৬ ওয়ানডে এবং ২৯ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০১৭ সালের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় বক্সিং ডে টেস্টে তিনি শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন। এরপর সীমিত ওভারের ক্রিকেট খেলার পর ২০১৮ সালের ডিসেম্বরে বিদায় নেন।

বিদায়ের পর ক্রেমার দুবাইয়ে বসবাস করেন, যেখানে এমিরেটস এয়ারলাইনে কর্মরত ছিলেন তাঁর স্ত্রী। পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি ফাঁকে ফাঁকে কোচিংও চালান।

২০২৫-২৬ লোগান কাপে মিড ওয়েস্ট রাইনো বনাম সাউদার্ন রকস ম্যাচে ক্রেমার প্রথম শ্রেণির ক্রিকেটে আবার ফিরলেন। বৃষ্টির কারণে প্রথম দিন খেলা বন্ধ থাকলেও, দ্বিতীয় দিনে তিনি তিনটি উইকেট নেন। চতুর্থ দিনে পানাশে তারুভিঙ্গা (৯৩) ও তাফাজওয়া সিগার (১০০) ব্যাটিংয়ে অবদান রাখলেও, ক্রেমার বাকি ৬ উইকেট নেন।

ম্যাচ শেষে তার ৪৬.২ ওভারে ১৪৪ রান খরচায় ৯ উইকেট নেওয়া রেকর্ডে জিম্বাবুয়ের প্রথম শ্রেণির ক্রিকেটে এটি দ্বিতীয়বারের ঘটনা। এমন কীর্তি গড়েছেন কোনো স্পিনার প্রথমবারের মতো।

ক্রেমারের এই দুর্দান্ত প্রত্যাবর্তন ক্রিকেট ভক্তদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টিকারী হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪