রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রিমিয়ার লিগে লিভারপুলের পথ যেন ভেঙে দিলো ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারের হাজারতম ম্যাচে সিটি জয়ী হলো ৩-০ ব্যবধানে, যেখানে গোল উৎসব চালালেন আর্লিং হলান্ড, নিকো গন্সালেস ও জেরেমি ডোকু। এই জয়ে পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে গেলো সিটি।
ম্যাচের শুরুতেই সিটি পেনাল্টি পেয়ে উত্তেজনা ছড়ায়, কিন্তু লিভারপুল গোলরক্ষক জিওর্জি মামারদাশভিলির অসাধারণ সেভে তা রক্ষা করে। ২৯ মিনিটে হোলান্ডের হেডার গোল ১-০ ব্যবধান গড়ে দেয়। প্রথমার্ধের যোগ করা সময়ে গন্সালেসের দুরপাল্লার শট ফন ডাইকের পায়ে লেগে জালে গিয়ে ব্যবধান ২-০ হয়।
৬৩ মিনিটে ডোকুর ঝকঝকে ফিনিশে ব্যবধান হয়ে ৩-০। এই গোলের মাধ্যমে ২৪ ম্যাচ পর প্রিমিয়ার লিগে জালে দেখা পেলেন ডোকু। ম্যাচজুড়ে সিটি ১৪টি শট নিল, যার ছয়টি লক্ষ্যভেদী। অন্যদিকে, লিভারপুলের সাত শটের মধ্যে মাত্র একটি লক্ষ্যভেদী, সেটিও সোবোসলাইয়ের জোরাল শট, যা দারুণভাবে আটকান সিটি গোলরক্ষক দোন্নারুম্মা।
২০২৩ সালের এপ্রিলের পর এই প্রথম প্রিমিয়ার লিগে লিভারপুল হারল সিটির বিরুদ্ধে। ১১ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে সিটির সংগ্রহ ২২ পয়েন্ট, শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে চার পয়েন্ট কম। লিভারপুল পঞ্চম হারের ফলে এখন আট নম্বরে অবস্থান করছে।
রিপোর্টার্স২৪/ঝুম