রিপোর্টার্স২৪ ডেস্ক:বাংলাদেশ সফরের ঠিক আগেই বড় ধাক্কা খেল আয়ারল্যান্ড ক্রিকেট দল। হাঁটুর চোটের কারণে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন আইরিশ ওপেনার রস অ্যাডায়ার। তার বদলি হিসেবে দলে যোগ দিচ্ছেন জর্ডান নিল, যিনি ইতোমধ্যেই সফরকারী দলের টেস্ট স্কোয়াডের সদস্য হিসেবে বাংলাদেশে অবস্থান করছেন।
সিরিজ শুরুর আগে অ্যাডায়ারকে হারানো আয়ারল্যান্ডের জন্য একটি বড় ক্ষতি বলে জানিয়েছেন জাতীয় নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট। এক বিবৃতিতে তিনি বলেন, ‘বাংলাদেশ সফরের ঠিক আগে রসকে হারানো আমাদের জন্য হতাশাজনক। ২০২৫ সালে টি-টোয়েন্টি ওপেনার হিসেবে তার গুরুত্ব আমরা দেখেছি। আমরা বাংলাদেশের মাটিতে তার পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে ছিলাম।’
৩১ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার সম্প্রতি দুর্দান্ত ফর্মে ছিলেন। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৫৮ বলে ঝড়ো ইনিংস খেলেছিলেন তিনি। চলতি বছরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছেন ৪৮ রান, আর ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন যথাক্রমে ২৬ ও ৩৩ রানের ইনিংস।
গুরুত্বপূর্ণ এই সফরের ঠিক আগে ছিটকে যাওয়ায় আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অ্যাডায়ারের জাতীয় দলে ফেরার সম্ভাবনাও কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে।
উল্লেখ্য, আগামীকাল (১১ নভেম্বর) সিলেটে প্রথম টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপর ১৯ নভেম্বর মিরপুরে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। টেস্ট সিরিজ শেষে ২৭ নভেম্বর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
রিপোর্টার্স২৪/সোহাগ