রিপোর্টার্স২৪ডেস্ক: নেপালর বিপক্ষে হতাশার প্রস্তুতি ম্যাচের পর বাংলাদেশের অপেক্ষা ভারত–ম্যাচের জন্য। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচটিতে ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
নেপালের সাথে আজকের ম্যাচে প্রথমার্ধে একটি, দ্বিতীয়ার্ধে আরেকটি,ম্যাচের দুই অংশেই গোল হজম করেছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশের একচ্ছত্র দাপট ছিল। সেই সময়েই ৪৬ ও ৫০ মিনিটে দুই গোল করেছেন হামজা চৌধুরী।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ডিফেন্সিভ মিডফিল্ডার সোহেল রানার পরিবর্তে সামিত সোমকে নামান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। বাংলাদেশও দাপট দেখাতে শুরু করে মাঠ ভর্তি দর্শক দেখে ইংলিশ প্রিমিয়ারের বাংলা সেনসেশন হামজার ক্যারিশমা। ওভারহেড শটে যে গোলটিতে সমতা ফিরিয়েছেন, কোটি দর্শক সেটি মনে রাখবে দীর্ঘসময় , আরেকটিতে দলকে এগিয়ে দিয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন। কিন্তু কোচ হাভিয়ের বাড়তি সতর্কতায় ৮০ মিনিটে হামজাকে তুলে নিলে বাংলাদেশের রক্ষণভাগ কিছুটা দুর্বল হয়ে পরে। ম্যাচের অন্তিম মুহর্তে যোগ করা সময়ে অনন্ত তামাং সমতায় ফেরান নেপালকে।
পাঁচ বছর পর আজ ১৩ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে অনুস্ঠিত ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়ের কাছাকাছি চলে গিয়েও হতাশার ড্র করল বাংলাদেশ।
আগামী সোমবার অনুস্ঠিত হতে বাছাই পর্বের ম্যাচটিতে বাংলাদেশ, ভারত দুই দলেরই অবশ্য এশিয়ান কাপে খেলার স্বপ্ন এরই মধ্যে শেষ হয়ে গেছে। তবে দুই প্রতিবেশীর ম্যাচটি মর্যাদার লড়াই। দর্শক–আগ্রহও বিপুল। এ সপ্তাহে অনলাইনে টিকিট ছাড়ার ৬ মিনিটের মধ্যে ‘সোল্ড আউট’ হয়ে যাওয়া যার বড় প্রমাণ।
রিপোর্টার্স২৪/বাবি