| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জয় টাইগারদের

  • আপডেট টাইম: 14-11-2025 ইং
  • 6059 বার পঠিত
প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জয় টাইগারদের

রিপোর্টার্স২৪ ডেস্ক : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে বাংলাদেশ ইনিংস ব্যবধানে আয়ারল্যান্ডকে পরাজিত করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। চতুর্থ দিনে আয়ারল্যান্ডের শেষ তিন উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করে নাজমুল হোসেন শান্তের দল। সফরকারীরা ২৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ও ৪৭ রানে হেরে।

লাঞ্চের পর বাকি তিন উইকেট তুলে নেন তাইজুল ইসলাম, হাসান মুরাদ ও নাহিদ রানা। শেষ উইকেটটি তাইজুলই শিকার করেন। বাঁ-হাতি স্পিনার তাঁর টার্ন করা বলটি ব্যারি ম্যাকার্থির ব্যাট ছুঁয়ে লিটন দাসের গ্লাভসে জমা পড়লে বাংলাদেশ রিভিউ নিয়ে আউট নিশ্চিত করে। ম্যাকার্থি ২৫ রানে সাজঘরে ফেরেন।

দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডের ব্যাটাররা লড়াই চালালেও শেষ পর্যন্ত জয় এড়াতে পারেনি। অষ্টম উইকেটে ১৯৮ রানে আয়ারল্যান্ডের প্রতিরোধ ভেঙে পড়ে। জর্ডান নেইল ৩৮ রানের ইনিংস খেলে চেষ্টা চালান, কিন্তু হাসান মুরাদের দুর্দান্ত ক্যাচে বাউন্ডারিতে সাজঘরে ফেরেন।

চতুর্থ দিনে শুরু থেকেই আঘাত হানেন তাইজুল ইসলাম। তার স্লগ সুইপে ম্যাথু হাম্প্রেস (১৬) ওপরে ওঠা বলটিকে সাদমান ইসলাম ধরে নেন। এরপর নাহিদ রানা ও মিরাজের বলের সহযোগিতায় ব্যাটারদের পরপর আউট করেন বাংলাদেশ।

এর আগে, প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ছিল ৩০১ রানের। মাহমুদুল হাসান জয় সর্বোচ্চ ১৭১ রান করে দলের ইনিংসকে শক্তিশালী করেন। নাজমুল হোসেন শান্ত ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি তুলে নেন ৫২৩ রানে। মিরাজও বড় অবদান রেখে ১৭ রানে সাজঘরে ফেরেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান মুরাদ সর্বোচ্চ চারটি উইকেট নেন। তিনটি উইকেট পান তাইজুল ইসলাম, দুটি নাহিদ রানা। অন্যদিকে আয়ারল্যান্ডের হ্যাম্প্রেস সর্বোচ্চ পাঁচটি উইকেট পান। ব্যারি ম্যাকার্থি দুটি উইকেট নেন, আর অ্যান্ডি ম্যাকব্রাইন একটি উইকেট শিকার করেন।

এই জয়ের সঙ্গে বাংলাদেশ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। আগাম দিনগুলোতে সিরিজের চূড়ান্ত ফলাফলের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪