| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অস্ট্রেলিয়া-বাংলাদেশ’র দুটি ম্যাচই দেখা যাবে টিভিতে

  • আপডেট টাইম: 12-08-2025 ইং
  • 385744 বার পঠিত
অস্ট্রেলিয়া-বাংলাদেশ’র দুটি ম্যাচই দেখা যাবে টিভিতে
ছবির ক্যাপশন: টিভিতে দেখা যাবে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ‘এ’দলের ২ ম্যাচ

রিপোর্টার্স২৪ ডেস্ক:

অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশ‘এ’দলের দুটি ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশে বসে এই ম্যাচগুলো দেখা যাবে টি স্পোর্টসে। এছাড়া অন্য ম্যাচগুলো দেখা যাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার ইউটিউব চ্যানেলে।

মঙ্গলবার (১২ আগস্ট) এক বিবৃতিতে টুর্নামেন্টের আয়োজক নর্দান টেরিটরি ক্রিকেট জানায়, ডারউইনে ১১ দল নিয়ে আয়োজিত হতে যাওয়া এবারের আসরের মোট ১৩টি ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।

আগামী ১৪ আগস্ট বাংলাদেশ এ দল পাকিস্তান শাহিনসের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আসর। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় (স্থানীয় সময় সন্ধ্যা ৭টা) শুরু হওয়া এই ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। এরপর ২১ আগস্ট মেলবোর্ন স্টার্স একাডেমির বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিও টিভিতে দেখা যাবে। এই ম্যাচও শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়।

গ্রুপপর্বের ১০টি ম্যাচ ছাড়া ২৪ আগস্ট সেমি-ফাইনালের দুটি ও ফাইনাল ম্যাচও টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। নুরুল হাসান সোহানের নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ দল এরই মধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে।

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪