| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথমবারের মতো হোয়াইট হাউসে অনুষ্ঠিত হবে ইউএফসি!

  • আপডেট টাইম: 13-08-2025 ইং
  • 385246 বার পঠিত
প্রথমবারের মতো হোয়াইট হাউসে অনুষ্ঠিত হবে ইউএফসি!
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক :

হোয়াইট হাউসে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) প্রতিযোগিতা। আগামী বছর যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে ৪ জুলাইয়ের উদযাপনের অংশ হিসেবে এই বিশেষ ইভেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছেন ইউএফসি প্রেসিডেন্ট ডানা হোয়াইট।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে ডানা হোয়াইট সিবিএস মর্নিংস-এ বলেন, ‘এটি অবশ্যই হতে যাচ্ছে।’ 

তিনি জানান, মাসের শেষের দিকে প্রেসিডেন্ট এবং তার কন্যা ইভাঙ্কা ট্রাম্পের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত পরিকল্পনা করা হবে।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইতিহাসে এটাই হবে প্রথমবারের মতো হোয়াইট হাউসে ইউএফসি ফাইটের আয়োজন। যদিও কোথায় অনুষ্ঠিত হবে তা এখনো ঠিক হয়নি। সাধারণত ইউএফসি লড়াই হাজার হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন বড় এরেনায় হয়, যেখানে খেলার মাঝখানে থাকে আটকোণা বিশেষ খাঁচা ‘অক্টাগন’।

ডানা হোয়াইট বলেন, “তিনি (ট্রাম্প) আমাকে ফোন করে বললেন, ‘আমি চাই ইভাঙ্কা এর মাঝখানে থাকুক।’ এরপর ইভাঙ্কা আমার সঙ্গে যোগাযোগ করেন, এবং আমরা কোথায় এটি হতে পারে সেই সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করি। আমি নকশা এবং রেন্ডারিংও তৈরি করেছি।”

গত মাসে আইওয়ায় এক অনুষ্ঠানে ট্রাম্প এই ধারণার ইঙ্গিত দেন।

তিনি বলেন, হোয়াইট হাউসের প্রাঙ্গণে খাঁচা তৈরি করে লড়াই আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং এতে সর্বোচ্চ ২৫ হাজার দর্শক বসতে পারবেন।

ট্রাম্প বলেন, ‘ভাবুন তো, হোয়াইট হাউসের প্রাঙ্গণে ইউএফসি লড়াই! আমাদের কাছে পর্যাপ্ত জমি আছে।’ 

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে আসার পর একের পর এক পরিবর্তন আনছেন। ইতিমধ্যে তিনি ওভাল অফিসকে সোনালি সাজে নতুন করে সাজিয়েছেন, রোজ গার্ডেনের ঘাস কংক্রিটে ঢেকে দিয়েছেন, উত্তর ও দক্ষিণ লনে দুটি বড় পতাকাদণ্ড স্থাপন করেছেন এবং ইস্ট উইং-এ ২০০ মিলিয়ন ডলারের নতুন বলরুম তৈরির পরিকল্পনা ঘোষণা করেছেন।

ইউএফসি লড়াই আয়োজনের পরিকল্পনা এমন এক সময়ে আসল, যখন সিবিএস মালিকানাধীন প্যারামাউন্ট সম্প্রতি ইউএফসি লড়াই সম্প্রচারে ৭ বছরের জন্য ৭.৭ বিলিয়ন ডলারের চুক্তি করেছে।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪